দিনাজপুরের বিরামপুরে রেললাইনের ওপর স্লিপার রেখে আগুন দিয়ে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকিতে পড়ে চিলাহাটি থেকে খুলনাগামী ট্রেন সীমান্ত এক্সপ্রেস। ট্রেনটি বিরামপুর রেল ষ্টেশনে দাড়ি য়ে ছিল। গ্রামবাসীর সহযোগিতায় ও আনসার বাহিনী প্রচেষ্টায় রক্ষা পেয়েছে ট্রেন এবং ট্রেনের যাত্রীরা।
বিরামপুর রেল স্টেশনের বুকিং সহকারী ওয়াহিদুজ্জামান ঘটনাটি নিশ্চিত করে জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। বিরামপুর ষ্টেশনের কাছে লাইনের ওপর কংক্রিটের স্লিপার রেখে শুকনো কচুরিপানা দিয়ে আগুন লাগিয়ে দেয় দূর্বৃত্তরা। আনসার সদস্যরা এটি দেখতে পেয়ে ষ্টেশন কর্তৃপক্ষকে খবর দেয়। পরে স্লিপার সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ একপ্রেস ট্রেনে আগুন ধরিয়ে দেয় দূর্বৃত্তরা। এ ঘটনায় চারজন নিহত হন।
Leave a Reply