নিরাপদ মাছে গরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে, দিনাজপুর জেলার বিরোল উপজেলায় মুলকদেওয়ান পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন নৌ পরিবহন প্রতি মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। ২৪ জুলাই রবিবার সকাল ১০টায় পোনা মাছ অবমুক্ত করন সহ বিরোলউপজেলায় মুলক দেওয়ান এতিম খানা ও লিল্লাহ বোডিং এর সার্বিক খোজ খবর নেন, এবং এতিমখানার বাচ্চা দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন নৌ পরিবহন প্রতি মন্ত্রী, অপরদিকে সকাল ১১টায় বিরোল উপজেলা অডিটরিয়ামে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে পোনা মাছ অবমুক্ত করন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়, উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় নৌ পরিবহন প্রতি মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
এসময় উপস্থিত ছিলেন বিরোল পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুজার রহমান সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বাবু, বিরোল থানার অফিসার ইনচার্জ, উপজেলা মৎস্য কর্মকর্তা সহ অনান্য নেতৃবৃন্দ। এবং বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এর বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
Leave a Reply