তাহিরপুরে ৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ৫ কেজি মাসকালাই বীজ, ১০ কেজি ডিএপি সার ও কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে মাশকালাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেলে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মো. হাসান-উদ-দৌলা, কৃষি সম্প্রসারণ অফিসার আবু জাফর মো. সালেহ উদ্দিন প্রমূখ।
Leave a Reply