তাহিরপুর উপজেলা বিএনপি কমিটিতে সুনামগঞ্জ জেলা বিএনপির অবৈধ হস্থক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি। শনিবার দুপুরে তাহিরপুর বাজারস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপি সভাপতি নুরুল ইসলাম বলেন, ২০১৬ সালের ২ ফেব্রুয়ারী সম্মেলনের মাধ্যমে জেলা বিএনপি তাহিরপুর উপজেলা বিএনপির একটি কমিটি গঠন করে দেয়।
কমিটি অনুমোদনের পর কিছুদিন পর ২০১৮ সালের ১২ আগষ্ট আরো একটি কমিটি দেয় জেলা বিএনপি। দলের কেন্দ্রের লিখিত অনুমতি ব্যতীত এমন অবৈধ ও গঠনতন্ত্র বিরোধী হস্থক্ষেপের বিষয়টি তাহিরপুর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম ও সাধারন সম্পাদক রুহুল আমিন দলের কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্মরনাপন্ন হলে তিনি জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলনকে ঢাকায় ডেকে পাঠিয়ে ২০১৬ সালের তাহিরপুর উপজেলা কমিটি বহাল রাখার নির্দেশ দেন ।
কেন্দ্রের এমন নির্দেশনা উপেক্ষা করে জেলা বিএনপি গত ২১ মে ২২ইং তাহিরপুর উপজেলা বিএনপি কমিটি পরিচালনার জন্য জেলা বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদসহ আরো কয়েকজন বিএনপি নেতাকে দায়িত্ব দিয়ে একটি পরিচালনা কমিটি গঠন করে দেয় জেলা বিএনপি। সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, জেলা বিএনপির এমন অবৈধ হস্থক্ষেপ খুবই নিন্দনীয় কাজ। যা সম্পূর্ণ দলের গঠনতন্ত্র পরিপন্থী। আমরা এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এমনকি এতে করে তাহিরপুর উপজেলায় বিএনপির দলীয় কার্যক্রম স্থবির হয়ে পড়ছে। ২০১৬ সালের ২ ফেব্রুয়ারীর কমিটি বহাল রেখে দলকে সুসংগঠিত করার আমরা বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি জোড় দাবী জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রুহুল আমিন, বিএনপি নেতা আবুল হোসেন, সাইদুল কিবরিয়া, আবুল কাহার, উপজেলা শ্রমিকদল সভাপতি ফেরদৌস আলম, উপজেলা ওলামা দলের সভাপতি মাও.আবুল কাশেম, উপজেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুরাদ, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপি সভাপতি গুলেনুর, সাধারন সম্পাদক শামীম আহমদ, শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি লায়েস মিয়া, যুবদল নেতা তরিকুল ইসলাম শিপুল প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম