তাহিরপুরে ইউরোপিয়ান হিউম্যানিটারিয়ান এইড (ইকো) প্রকল্পের অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্ত উত্তর বড়দল ইউনিয়নের একশত পরিবারকে নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সহায়তা প্রদান করে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন।
(১৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বেলা ১১ টায় উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উপকারভোগীদের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা বিতরণ করা হয়।
বিতরনের সময় উপস্থিত ছিলেন, উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, (ইকো) রেসপন্স প্রজেক্ট উপজেলা প্রোগ্রাম অফিসার গোলাম সাকলাইন, ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রাম অফিসার আব্দুছ সালাম, জুনিয়র প্রোগ্রাম অফিসার লিপু লিও সহ ইউপি সচিব ও সদস্যগণ।
এ ইউনিয়নের একশত পরিবারের মধ্যে ঘর মেরামত করার জন্য ৩ হাজার করে টাকা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেয়া হয় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী গুলোর মধ্যে ছিল ১টি পানি রাখার বালতি,১টি মগ,১টি জেরিকেন,৫ টি সাবান,২ প্যাকেট ডিটারজেন্ট, ১ বোতল স্যাভলন,২ টি ন্যাপকিন,১০টি খাবার স্যালাইন,৫০টি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট,২ পিস পানি ছাকার কাপড়,২টি লিফলেট।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম