তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে মোঃ শাকিল রানা (২৮) নামের এক যুবককে বাঁশের লাঠি দিয়ে এলোপাথাড়ি ভাবে মেরে জখম করেছে। গুরুত্বর আহত অবস্থায় তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শুক্রবার (১৯ জানুয়ারী) দুপুরে ঘটনাটি ঘটেছে উপজেলার মাগুড়া ইউনিয়নের হামকুড়িয়া গ্রামে। এ ঘটনায় আহত যুবক বাদী হয়ে তাড়াশ থানায় প্রতিপক্ষের ৪ জনের নামে সাধারন ডেয়েরী করেছেন।
শাকিল রানা অভিযোগ করে বলেন, নিজস্ব পুকুরে মাছ চাষ করে জীবন-জীবিকা নির্বাহ করেন তিনি। আমার পুকুরে মাছ জোরপূর্বক মারতে থাকিলে আমি তাদের কে মাছ মারতে নিষেধ করি তখন মোঃ জহুরুল ইসলাম, জহুরুলের ছেলে ও বউ। মোঃ জিয়াউল হক লালু, লালুর ছেলে ও বউ পূর্ব শ্রত্রুতার জেরে ৪-৫ জন আমার উপর হামলা চালায়। এমনকি কিল ঘুসি মেরে আমাকে মাটিতে ফেলে পা দিয়ে লাথি মারে। আমি জান প্রাণের ভয়ে তাড়াশ থানায় সাধারণ ডায়েরী করেছি।
পরে স্থানীয়দের সহযোগিতায় রক্তাক্ত অবস্থায় আহত শাকিল রানাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
এদিকে মারপিটের অভিযোগ অস্বিকার করে জহুরুল, লালুসহ অন্যান্য জনেরা বলেন বেশি মারা হয়নি সুযোগ পেলে মেরে ফেলবো।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ব্যাপারে ৪ জনের নামে সাধারণ ডায়েরী করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম