লালমোহন (ভোলা) প্রতিনিধি : শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ করেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন
ভোলার তজুমদ্দিনে ৯০ মেধাবী শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে মাধ্যমিক পর্যায়ের ১৫টি বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ৯০ জন শিক্ষার্থীকে এসব ট্যাব প্রদান করা হয়।
তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মরিয়ম বেগমের সভাপতিত্বে ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, পরিসংখ্যান সহকারী মো. হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, এরআগে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থানের লক্ষে ১৪ জেলেকে গরুর বকনা বাছুর প্রদান করেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম