পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ঢাকা মহানগরীর বিভিন্ন নেতাদের সাথে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান।
আজ ১২ আগস্ট (শুক্রবার) ৪ টায় রাজধানী ঢাকার পল্টনে মেট্রোপলিটন হোটেলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায়, ঢাকা মহানগর পিসিএনপি সন্মেলন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাত বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ সন্মেলন-২০২২ এর প্রস্তুতি,ভূমি বিরোধ, গুচ্ছগ্রাম ও পার্বত্য চট্রগ্রামের সার্বিক পরিস্থিতি নিয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দপ্তরের সাথে বৈঠকের সিদ্ধান্তসহ সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পিসিএনপি'র কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনির,কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আলম খান,কেন্দ্রীয় সহ-সভাপতি শেখ আহমেদ রাজু, মহাসচিব মোঃ আলমগীর কবির, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মোঃ আবদুল আজিজ,খাগড়াছড়ি জেলা সভাপতি আবদুল মজিদ, পিসিসিপির কেন্দ্রীয় সভাপতি শাহাদাৎ ফরাজি সাকিব,পিসিসিপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখসহ পিসিএনপি ও পিসিসিপির অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।সভা শেষে "খানা বাসমতি" রেষ্টুরেন্টে উপস্থিত সকলে নৈশভোজে অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম