জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে মাস ব্যাপি যথাযোগ্য মর্যাদায় পালনের উপলক্ষে ঢাকার ধামরাইয়ে উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় ও প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৬ই,আগস্ট রোজ শনিবার দুপুরে দিকে ঢুলিভিটা মুন্নু কমিউনিটি সেন্টারে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক ।
প্রস্তুতি সভায় ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মালেক বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। সেইসাথে দেশের বিভিন্ন উন্নয়নমূলক দিক গুলি তুলে ধরেন । প্রস্তুতি সভায় বঙ্গবন্ধুর পরিবারের প্রতি শ্রদ্ধা জানান। এবং এক মিনিট নিরবতা পালন করেন।
আরো বক্তব্য রাখেন,সিআইপি বীরমুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান, উপজেলা পরিষদের চোয়ারম্যান মোহাদ্দেছ হোসেন,সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক সানাউল হক সুজন, পৌর সেচ্ছাসেবকলীগের আহবায়ক বেলায়েত হোসেন পাঠান,উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্মসম্পাদক ডা. জিয়া সিকদার,ধামরাই সরকারি কলেজের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব,চৌহাট ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম সরকার।
অনুষ্ঠানে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতে জনসভায় পরিনত হয়। শোকের আগষ্ঠ মাসে মাসব্যাপি ১৬ টি ইউনিয়ন ও পৌরসভায় বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন।
প্রস্তুতি সভা শেষে সকল নেতাকর্মীদের মাঝে গণভোজের আয়োজন করেছিলেন বীরমুক্তিযোদ্ধা এম এ মালেক।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম