ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে কোচ ও মোটর সাইকেলের সংঘর্ষে সড়ক দূঘটনায় কোচের চাকায় পিষ্ট হয়ে মোবাশ্বের (১৫) ও মারুফা (৮) নামে ভাই বোন গুরুত্বর ভাবে আহত হয়ে ঘটনা স্থলেই বোন মারুফা মারা যায়। ভাই মোবাশ্বের আহত অবস্থায় হরিপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তার অবস্থা আশংকা জনক। নিহত মারুফা ও মোবাশ্বের উপজেলার দামোল মালিপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মেয়ে। মারুফা বীরগড় মডেল স্কুলের ২য় শ্রৌণীতে ছাত্রী বলে ওই স্কুলে সহকারী শিক্ষক ইউসুফ আলী জানিয়েছেন।
ঘটনাটি ঘটেছে ৮ আক্টোবর মঙ্গলবার বিকাল ৩ টায় হরিপুর-ঠাকুরগাঁও গামী পাকা সড়কের বীরগড় নামক স্থানে। সংবাদপেয়ে হরিপুর থানা পলিশ ঘটনা স্থলেগিয়ে লাশ উদ্ধার করা হয়। কোচটিকে পুলিশ আটক করে।
হরিপুর থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন বলেন অভিযোগ পেলে আইন গত ব্যাবস্তা নেওয়া হবে।
Leave a Reply