ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও রাণীশংকৈলে উপজেলা প্রসাশনের আয়োজনে ২৮ অক্টোবর সোমবার সকাল ১১টায় সেমিনার কক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিত করণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আব্দুস সামাদ চৌধুরী উপজেলা পঃপঃ কর্মকর্তা, বিএনপি' র পৌর সভাপতি অধ্যাপক সাহজাহান আলী, সম্পাদক মহসিন আলী, উপজেলা জামায়াতে সম্পাদক রজব আলী, শিবদিঘি বাজার কিটির সভাপতি আনিসুর রহমান বাকী,সম্পাদক বকুল মজুমদার, বনিক সমিতির সভাপতি মোখলেসুর রহমান, সম্পাদক ইসতেকার, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী সহ প্রতিটি হোটেল, মোদি দোকান,কনফেকশনারি দোকান মালিকদের নিয়ে সেমিনারে মতবিনিময় করা হয়।
নির্বাহী কর্মকর্তা এক বক্তব্যে বলেন, খাবারে ভেজাল না করার জন্য তিনি সতর্ক করেন
এবং ভোক্তা অধিকার আইন সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম