ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃঠাকুরগাঁও রাণীশংকৈলেই এসডিওর ইডুকো বাংলাদেশ এর গেইমচেঞ্জার প্রকল্পের অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ডিসেম্বর সকাল ১১টায় ইএসডিও অফিসচ ত্বরে এ-ই অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়।
এসময় ফোকাল পার্সন ইএসডিওর ইডুকো বাংলাদেশ এর
নির্মল মজুমদারের সভাপতিত্বে, উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হোক, রাঙ্গাটুঙ্গী মহিলা ফুটবল একাডেমির পরিচালক তাজুল ইসলাম, সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক,তিন উপজেলার প্রজেক্ট অফিসার খাইরুল ইসলাম, ইডুকো বাংলাদেশ, গেইম চেঞ্জার প্রকল্পের সমন্নয়কারী শরিফুল ইসলাম, কোচ গোপাল মরমু সুগা সহ ক্রীড়া, নিত্য, সঙ্গীতাঙ্গ সকল সদস্য বৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
গেইমচেঞ্জার প্রকপ্লের সমন্নয়কারী শরিফুল ইসলাম স্বাগত বক্তব্যে বলেন, তৃণমূল পর্যায়ে দুস্থ্য ও অসহায় শিশুদের নিজ নিজ প্রতিভাকে কাজে লাগিয়ে তাদের এগিয়ে নিতে
এই প্রকল্প সহায়তা করবে বলে তিনি জানান।
Leave a Reply