ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ট্রাক ও পাওয়ার ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুই শ্রমিক নিহত হয়েছে । এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে জেলার পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ-রাণীশংকৈল মহাসড়কের গণিরহাট নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার রানীশংকৈল উপজেলার উমরাডাঙ্গী (পদমপুর) এলাকার গোলাম উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫৫) ও মুনজুর আলীর ছেলে হাফিজুল ইসলাম (২৮) এ ঘটনায় নজরুল ইসলামের ছেলে আওয়াল গুরুত্বর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তারা একই এলাকার বলে জানা গেছে।
পীরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খাইরুল ইসলাম জানান, পীরগঞ্জ -রাণীশংকৈল মহাসড়কের গণিরহাট নামক এলাকায় ঢাকাগামী খর (কাড়ি) বহনকারী ট্রাক রাণীশংকৈল অভিমুখি পাওয়ার ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাওয়ার ট্রলিতে থাকা তিন জন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে দুই জন মারা যান।গুরুত্বর আহত অবস্থায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চিকিৎসাধীন রয়েছেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে।এ ঘটনায় দুই জন নিহত হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করে থানায় জব্দ করা হয়েছে ।এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
Leave a Reply