ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পৃথকভাবে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক সুজাউদ্দীন (৭০) বৃদ্ধ ও অপর দূর্ঘটনায় মোটরবাইক চালক দেলোয়ার হোসেন (৪৮) সহ ২জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ জুন) বিকাল ৪টায় উপজেলার গোয়ালকারী ও আলোকছেপী মোলানী পুকুরপাড় নামক স্থানে এ দুটি দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধ সুজাউদ্দীন হলেন- ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার ৪ নং বড় পলাশবাড়ী ইউনিয়নের পারুয়া গ্রামের মরহুম হোসেনের ছেলে ও অপর মোটরবাইক চালক হলেন জিয়াবাড়ী গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য রফিকুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকাল ৪ টার দিকে লাহিড়ী হাট হতে বৃদ্ধ সুজাউদ্দীন মোটরবাইক যোগে বালিয়াডাঙ্গী আসার পথে গোয়ালকাড়ী নামক স্থানে বিপরিদ দিক থেকে আসা মাল বোঝাই ট্রেনে ট্রলী সাথে মুখোমুখি সংর্ঘষে বৃদ্ধ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখান থেকে রেফার্ড করে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়। অপরদিকে, বালিয়াডাঙ্গী উপজেলার জিয়াবাড়ী অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য রফিকুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন গত বুধবার সকাল ৭টায় বাড়ী থেকে মোটরবাইক যোগে নেকমরদ যাওয়ার পথে আলোকছেপী মোলানী পুকুর পাড়ে পৌছালে এসময় বিপরিদ থেকে আসা মোটর বাইকের সাথে মুখোমুখী সংর্ঘষে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখান থেকে রেফার্ড করে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়। বৃহস্পতিবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবির জানান, পৃথকভাবে দুটি সড়ক দুর্ঘটনায় দুজন আহত হলে স্থানীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী হাসপাতালে ভর্তি করলে সখান থেকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এব্যাপারে থানায় পৃথকভাবে ইউডি মামলা হয়।
Leave a Reply