ক্রাইম রিপোর্টার (ঝিনাইদহ) : "ফুলের বাগান সবার মনেই আছে ফুল ফোটাতে সবাই নাহি পারে"ঝিনাইদহের ট্রাফিক পুলিশ ইনস্পেক্টর(টি আই)গোলাম মোর্শেদ একজন সৎ ,যোগ্য বিনয়ী পুলিশ অফিসার ।১৯৯৪ সালের ডিসেম্বরে পুলিশ সার্জেন্ট হিসাবে পুলিশ বিভাগে যোগদান করেন।তিনি রাজবাড়ি জেলার কৃতি সন্তান।২০২১ সালের জানুয়ারিতে ঝিনাইদহে টি আই পদে যোগদান করেন এবং গত ১০ মাস হল তিনি টি আই এ্যাডমিন হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।দায়িত্বভার গ্রহন করার পর থেকেই ঝিনাইদহ ট্রাফিক বিভাগের কিছু পরিবর্তন দৃশ্যমান।রুটিন ওয়ার্কের বাইরেও ব্যক্তিগত উদ্যগেও সচেতনতামূলক এবং পরিবেশ বান্ধব কর্মকান্ডে নিজেকে আত্ননিয়োগ করেছেন।
ঝিনাইদহে ট্রাফিক অফিসের ঘুষ দূর্নীতি বন্ধ হওয়ায় সরকারি রাজস্ব বেড়েছে।তারই উদ্যগে মুজিব চত্বরের পুলিশ বক্সে পুলিশ সদস্যদের বসার জন্য একটা সুন্দর টিনশেড নির্মিত হয়েছে যেখানে রোদ বৃষ্টি ঝড়ে অনেকেই বসতে পারে।পুরাতন ডিসিকোর্ট চত্বরে অবস্থিত ট্রাফিক অফিসের আগাছা পরিস্কার করে তৈরি করেছেন সবজি বাগান ও ফুলের বাগান।
সবজিবাগানে লাউ,মিস্টিকুমড়া,চালকুমড়া,মরিচের চাষ হচ্ছে।ফুলের বাগানে শোভা পাচ্ছে রং বেরং এর নানা জাতের ফুটন্ত ফুল।পরিশ্রমী এই অফিসারের যোগদানের পর থেকেই ঝিনাইদহে ট্রাফিক হয়রানি অনেকটা নেই বলেই সচেতন মহলের ধারনা।নিরবে নিভৃতে ঝিনাইদহবাসীর জন্য কাজ করে যাওয়া এই অফিসারের জন্য উত্তরোত্তর সমৃদ্ধি এবং তার পরিবারের জন্য মঙ্গল কামনা করি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম