আলী জাবেদ মান্না ,বিশেষ প্রতিনিধি: দেশের প্রতি প্রগাঢ় ভালোবাসা এবং দায়িত্ব ও কর্তব্য পালনের দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করার প্রয়াসে একজন মানবিক ও চৌকশ পুলিশ অফিসার অভিন্ন মানদণ্ডে ৩য় বার জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার অফিসার ইনর্চাজ (ওসি) অজয় চন্দ্র দেব। (১৩ ফেব্রুয়ারি) সোমবার হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার এসএম মুরাদ আলি কর্মক্ষেত্রের কৃতিত্ব স্বরূপ তাঁকে সম্মাননা স্মারক ও অর্থ পুরষ্কার প্রদান করেন। বানিয়াচং থানায় চাঞ্চল্যকর ক্লু-লেস শিশু ধর্ষণ ও হত্যা মামলার রহস্য উদঘাটন, দস্যুতা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন অপরাধ নিবারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় পুরষ্কারের অভিন্ন মানদণ্ডের আলোকে গত জানুয়ারি মাসে তিনি জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করেন। এর স্বীকৃতি স্বরূপ পুলিশ সুপারের পক্ষ থেকে তাঁকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে (বানিয়াচং সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল মুরাদ (মাধবপুর সার্কেল), সিনিয়র সহকারি পুলিশ সুপার আবুল খায়ের (নবীগঞ্জ – বাহুবল সার্কেল) প্রমুখ।
এছাড়া ও হবিগঞ্জ জেলার অফিসার ইনচার্জগণ, পুলিশ পরিদর্শক (তদন্ত) ও অন্যান্য অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।বানিয়াচং থানার অফিসার ইনচার্জ ওসি অজয় চন্দ্র দেব পুলিশ সুপার এসএম মুরাদ আলির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,সম্মাননা অর্জনে আমার থানার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীলতায় আমি পুরস্কৃত হয়েছি।
Leave a Reply