তাহিরপুর ও মধ্যনগর উপজেলায় টাঙ্গুয়ার হাওরের বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে হাঁস বিতরন করা হয়েছে।বুধবার দিনব্যাপী ইউএসএইডে’র অর্থায়নে প্রতিবেশ প্রকল্পের উপকারভোগীদের এসব হাঁস ও হাঁসের খাবার বিতরন করা হয়।
টাঙ্গুয়ার হাওর ভিত্তিক ২ টি উপজেলার ৪টি ইউনিয়নের ৪১টি সার্বিক গ্রাম সমবায় সমিতির সদস্যদের মধ্যে জনপ্রতি ১৫ টি হাঁস ও ৩০ কেজি করে হাঁসের খাবার বিতরন কার্যক্রম শুরু করা হয়েছে। হাঁস ও হাঁসের খাবার বিতরনের সময় উপস্থিত ছিলেন প্রতিবেশ প্রকল্পের গভর্নেন্স অফিসার জনাব শাহাদাত হোসেন ও প্রকল্পের স্থানীয় কর্মীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম