হানিফ ঢালী গাজীপুর : ব্যাপক ভাবে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে টঙ্গী সাব রেজিষ্টি অফিস দলিল লিখক ও ষ্টাম্প ভেন্ডার কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে ব্যাপক জনপ্রিয়তা নিয়ে সভাপতি পদে জাহাঙ্গীর আলম ও মুরাদ হোসেন বকুল সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
গত ২১শে নভেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ১০ টা হতে বিকাল ৩ টা পর্যন্ত সাব-রেজিষ্টি অফিসের কার্যালয়ে ভোট অনুষ্ঠিত হয়। ভোট গননা শেষে রাত ৭ ঘটিকার সময় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এই সময় নির্বাচন কমিশন ও আহবায়ক এর দায়িত্ব পালন করেছেন, আহবায়ক মফিজ উদ্দিন, সদস্য সচিব জয়নাল আবেদীন। ১৯৮০ সাল থেকে প্রতিষ্ঠিত সংগঠনে ২১৬ জন ভোটারের মধ্যে ২১৪ জন ভোট প্রদান করেন।
সর্বমোট ১৪টি পদের মধ্যে ৩২ জন প্রতিদ্বন্দিতায় অংশগ্রহণ করেছেন। সুষ্ঠু ও সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যারা বিজয়ী হয়েছেন তারা হলেনঃ ১। সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম পেয়েছেন ১৬১ ভোট, ২। সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম পেয়েছেন ১৪৪, ভোট, ৩। হোসেন আহমেদ পেয়েছেন ১৩৭ ভোট,৪। সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন বকুল পেয়েছেন ১৫২ ভোট, ৫।সহ সাধারণ সম্পাদক জাহিদ হাসান স্বপন পেয়েছেন ১৭৪ ভোট, ৬।মোঃ এনামুল সরকার পেয়েছেন ১২৫ ভোট, ৭।সাংগঠনিক মোঃ নুরল ইসলাম পেয়েছেন ১১২ ভোট, ৮।অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন পেয়েছেন ১৫০ ভোট, ৯।দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম পেয়েছেন ১০২ ভোট, ৯।ক্রীড়াও সাংস্কৃতিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম পেয়েছেন ১১৯ ভোট,১০। ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মোঃ ওয়াদুদ হোসেন পেয়েছেন ১০৮ ভোট, ১১। প্রচার সম্পাদক মোঃ ফারুক হোসেন পেয়েছেন ১২৬ ভোট, ১২।আল আমিন মিয়া সদস্য পেয়েছেন ১৫৪ ভোট,১৩। কে.এম. নজিবুল্লাহ পেয়েছেন ১৩৮ ভোট, ১৪। ফারুক হোসেন পেয়েছেন ১৩৫ ভোট।
নির্বাচন চলাকালীন সময় কেন্দ্রে পরিদর্শনে এসে গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ন- আহবায়ক মোঃ রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন, নির্বাচনকে কেন্দ্র করে দলিল লিখক ও ভেন্ডারদের মাঝে উৎসাহ ও আনন্দ দেখে খুবই ভালো লাগছে। চারদিকে উৎসব মুখর পরিবেশ বিরাজমান রয়েছে।
এবারের নির্বাচন অন্ত্যান্ত সুস্থ ও৷ শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে, আশা করি যারা নির্বাচিত হবে তাদের মাধ্যমে টঙ্গী সাব রেজিষ্টি অফিসের দলিল লিখক ষ্টাম্প ভেন্ডার কল্যাণ সমিতির উন্নয়ন ও সেবার মান বৃদ্ধি পাবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম