মো:লিমন হোসেন : গাজীপুর মহানগরীর টঙ্গী চেরাগআলী স্কুইব রোডে বেক্সিমকো খাবারের বৈষম্য বন্ধ, চাকরির বয়স পাঁচ বছর পূর্ণ হলে স্থায়ীকরণ, আমরা কোম্পানীর আইনে থাকতে চাই, কোনো কন্ট্রাক্টরের অধীনে থাকতে চাই না; এই আন্দোলনকে কেন্দ্র করে কাউকে চাকুরিচ্যুত করা যাবে না; এমন ৬দফা দাবি তুলে ধরে বুধবার সকাল থেকে ক্ষুব্ধ শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে চেরাগআলী-স্কুইব রোড অবরোধ বিক্ষোভ প্রদর্শণ করেন।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কারখানার কর্তৃপক্ষ অস্থায়ী শ্রমিকদের (ডিএল) প্রতি দীর্ঘদিন যাবত বিমাতাসুলভ আচরণ করে আসছেন। কারখানায় , মধ্যমমান ও উচ্চমানের খাবার তৈরি করা হয়। আমরা যারা অস্থায়ী শ্রমিক আছি আমাদেরকে দিয়ে পরিশ্রম করানো হয় বেশি। বিনিময়ে আমাদের নিন্মমানের খাবার দেওয়া হয়। এছাড়া কারখানায় চরম বেতন বৈষম্য বিরাজ করছে। একজন শ্রমিক ১৫বছর যাবত কাজ করলেও তাকে স্থায়ী করা হয় না। এমনকি কথায় কথায় চাকুরিচ্যুত করা হয়। চাকরি থেকে অব্যাহতি দিলে আমাদেরকে কোন সার্ভিস বেনিফিটসহ কোনো কিছুই দেওয়া হয় না। তাই আমরা আজ রাস্তায় নেমে এসেছি। আমাদের শ্রমের মূল্য দিতে হবে।
এব্যাপারে যোগাযোগ করা হলে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল কারখানার প্রশাসনিক কর্মকর্তা (হিউম্যান রিসোর্স) আব্দুর রহিম বলেন, শ্রমিকরা ৬দফা দাবি নিয়ে কর্মবিরতি পালন করছে। এবিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি পরে সিদ্ধান্ত জানানো যাবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম