হানিফ ঢালী স্টাফ রিপোর্টার : গাজীপুরের টঙ্গীতে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টায় এরশাদ নগর বিএনপি’র কার্যালয়ের সামনে এ মানববন্ধন করেন ৪৯ নং ওয়াড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মী এবং এলাকাবাসী।
গত মঙ্গলবার টঙ্গীর এরশাদ নগর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতা আনোয়ার হোসেন ওরফে টিভি আনোয়ার গ্রুপ ও যুবদল নেতা কামরুল ইসলাম কামু গ্রুপের মধ্যে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
এই সময় ৪৯ নং ওয়ার্ডের (এরশাদ নগর) মনসুর, জিয়াউদ্দিন, আনোয়ার হোসেন, স্বপন, মোজাম্মেল, কালাম, ফারুক, মন্টু, সাইদ, কামাল, মহিলা দলের নেত্রী লাইলী বেগম, বেইলী বেগম, পান্না, মুক্তা, ফাহিমা প্রমুখ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে তারা জানায়, মঙ্গলবার রাতে কে বা কাহারা ককটেল বিষ্ফোরন ঘটিয়ে বসত বাড়িতে এবং নারীদের উপর হামলা চলায়।মানববন্ধনে মহিলা দলের নেত্রী লাইলি বেগম বলেন, মারামারি চলাকালীন সময়ে লাইলি বেগম গিয়ে কি হয়েছে জানতে চান তিনি। এসময় যুবদল নেতা মঞ্জুর হোসেন, মইজুদ্দিন সহ আরও অনেকে মহিলাদের মারধর করে এবং আমার গলায় ছুরি ধরে আর বলে কামুর লোকজন একটা করে ধরবো আর জবাই করবো।
যুবদল নেতা মঞ্জুর হোসেন বলেন, মানববন্ধনে লাইলি বেগম আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। যদি এধরণের কোনো প্রমান পাওয়া যায় তাহলে প্রশাসন যে শাস্তি দিবে আমি তা মাথা পেতে নিবো। তিনি আরোও বলেন, লাইলি বেগম কে এবং সে কি করে একটু খতিয়ে দেখলেই পাবেন।
Leave a Reply