নিজস্ব প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীর আরিচপুর বৌবাজার এলাকার একটি বাসায় দত্তক নেওয়া শিশুকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে শিশুটির পালক মা শাহীনুর আক্তারের বিরুদ্ধে। নির্যাতনের শিকার আট বছর বয়সী মেয়ে শিশুটিকে উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
এসময় নির্যাতনকারী পালক মা শাহীনুর আক্তারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে স্থানীয় আরিচপুর এলাকার থেকে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য টঙ্গীর শহীদ আহসান ঊল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কাঁচের বোতল দিয়ে শিশুটির গোপনাঙ্গে আঘাত করা হয়েছে বলে দাবী করেন ভুক্তভোগীর স্বজনরা।ভুক্তভোগীর নানী মনোয়ারা বেগম বলেন, ৪বছর আগে মেয়েটির(নাতনী) বাবা-মা মারা যাওয়ায় বউ বাজার নিবাসী জনৈক ডাঃ মাসুদ মেয়েটিকে দত্তক নেন।
তিনি অভিযোগ করেন, ডাঃ মাসুদের ভাবী শাহীনূও আক্তার তার নাতনীকে অমানুষিক নির্যাতন করে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে তিনি তার ছেলে আলামিনকে সঙ্গে নিয়ে ওই বাসায় গিয়ে মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। মেয়েটির শরীরের বিভিন্নস্থানে ক্ষত চিহৃ সহ যৌনাঙ্গেও জখম দেখতে পান নানী মনোয়ারা বেগম। খবর পেয়ে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে প্রথমে থানা ও পরে হাপসাতালে নিয়ে যায়।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, এঘটনায় শিশুটির স্বজনরা মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত নারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম