মোঃ মুজাহিদুল ইসলামঃ গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানা ৪৬ নং ওয়ার্ড কেরানিরটেক বস্তির মাদক ব্যবসায়ী আব্দুল কাদিরের মেয়ে রুনা পূবাইল থানায় দায়ের করা মাদক মামলায় জেল খেটে বাহির হয়ে আরো বেশি বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসীর অভিযোগ রুনা জেল থেকে বাহির হয়ে টঙ্গী গাজীপুর সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় মাদক ইয়াবার বড় বড় চালান পাঠাচ্ছে। রুনার সাথে সহযোগিতা করছে তার বড় বোন কারিমা, রুনার ছেলে রিফাত সহ বেশ কয়েকজন সহযোগী।সুত্রে আরো জানা যায় আগামী ৭ই জানুয়ারি ২০২৪ ইং তারিখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।সংসদ নির্বাচনের কারণে প্রশাসন নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় এই সুযোগে মাদক সম্রাজ্ঞী রুনা কারিমা রিফাত নির্বিঘ্নে নির্দ্বিধায় মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাদের মাদকের শেল্টারদাতা হিসেবে এলাকার কথিত সাংবাদিক শামীমা খানম বেবি সহ বেশ কয়েকজন শেল্টার দিয়ে আসছে।এছাড়াও এলাকার একজন প্রতিনিধি তাদের মাদক ব্যবসায় সহযোগিতা করে। রুনা কারিমা রিফাত তাদের বিরুদ্ধে কোন সংবাদ কর্মী সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের উপর হামলা চালায় অথবা মাদক মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করে। কিছু দিন আগে কিছু সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের উপর আমরা চালিয়ে আহত করে এ বিষয়ে টঙ্গি পূর্ব থানায় একটি অভিযোগ দায়ের করে।
এছাড়াও গত ১ লা নভেম্বর ২০২৩ ইং তারিখে টঙ্গীর সিনিয়র সাংবাদিক মোঃ মুজাহিদুল ইসলাম,আনন্দ টেলিভিশনের প্রতিনিধি শাকিল আহমেদ ও দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ আবু হাসান সংবাদ প্রকাশ করলে তাদের নামে গাজীপুর বিজ্ঞ আদালতে একটি মাদক মামলা দায়ের করে মাদক সম্রাজ্ঞী কারিমা।
মামলাটি বর্তমানে চলমান রয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের কারণে প্রশাসন ব্যস্ত থাকার সুযোগে মাদক ব্যবসায়ী কারিমা সুযোগটা কাজে লাগিয়ে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে বলে জানান এলাকাবাসী।এই মুহূর্তে প্রশাসন তাদেরকে গ্রেফতার না করলে তারা আরো বেপরোয়া হয়ে উঠবে বলে মনে করেন এলাকাবাসী। মাদক সম্রাজ্ঞী রুনার নামে বিভিন্ন থানায় প্রায় ১৮টি মামলা রয়েছে এর মধ্যে ১৭ টি মাদক মামলা এবং একটি ৯৭ লক্ষ টাকার মানি লন্ডারিং মামলা। মাদক সম্রাজ্ঞী কারিমার বিরুদ্ধে পাঁচ থেকে সাতটি মামলা মাদক মামলা রয়েছে।
মাদক সম্রাজ্ঞী রোনা স্বামী সুমনের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রায় ৭/৮ টি মাদক মামলা রয়েছে। রুনার ছেলে রিফাতের নামে মাদক মামলা সহ ২/৩ টি মামলা রয়েছে। মাদক সম্রাগ্য রুনার বড় ভাই আমির এর নামেও বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
Wow, amazing weblog layout! How long have you
ever been running a blog for? you made running a blog look easy.
The total glance of your site is wonderful,
let alone the content! You can see similar: sklep online and here dobry sklep