স্টাফ রিপোর্টার : আজ থেকে গাজীপুর টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে। বাদ ফজর তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি পাকিস্তানের মাওলানা আহম্মদ বাটলার আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ৫৭তম বিশ্ব ইজতেমা।
৪ ফেব্রুয়ারি দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ হবে। ইতোমধ্যে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির ঢল নেমেছে। ধর্মপ্রাণ মানুষের স্রোত এখন টঙ্গীমুখী। এ স্রোত থাকবে আখেরি মোনাজাতের আগ পর্যন্ত। আজ ইজতেমা মাঠে দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ জোবায়ের আহমেদ।
জানা যায়, বুধবার থেকেই জামাতবদ্ধ মুসল্লিরা ইজতেমা ময়দানে সমবেত হতে থাকেন। দেশের ৬৪টি জেলাসহ বিদেশি মুসল্লিরা তাদের জন্য নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে বয়ান, কারগুজারি, তাশকিল, তালিম, কোরআন তিলাওয়াত, জিকির-আসকার ও ইবাদত-বন্দেগিতে মশগুল।
বৃহস্পতিবার সকাল থেকে ময়দানের প্রতিটি খিত্তায় আগত মুসল্লিদের উদ্দেশে তালিম শুরু হয়েছে। সকালে সমবেত মুসল্লিদের উদ্দেশে উদ্বোধনী ও তালিমি বয়ান করেন ভারতের মাওলানা আহমদ লাট। তার বয়ান বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা ওমর ফারুক। এবারের ইজতেমায় বিশ্বের ৮৫টি দেশের প্রায় ৪-৫ হাজার বিদেশি মেহমান আখেরি মোনাজাতে অংশগ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে।
ময়দানে উপস্থিত শূরা সদস্য : ইজতেমা ময়দানে ভারত ও পাকিস্তানের বেশ কয়েকজন শূরা সদস্য উপস্থিত হয়েছেন। তারা হলেন ভারতের মাওলানা আহমদ লাট, মাওলানা ইব্রাহীম দেওলা, মাওলানা ফারুক ওরফে ভাই ফারুক, মাওলানা জোহায়েরুল হাসান, মাওলানা ইসমাঈল গোদরা ও পাকিস্তানের মাওলানা আহম্মদ বাটলা, মাওলানা জিয়াউল হক। এছাড়াও হাফেজ মাওলানা জোবায়ের আহমেদ, মাওলানা আব্দুর রহমান ও মাওলানা ওমর খতিব (জর্ডান) ময়দানে উপস্থিত রয়েছেন।
যারা তালিমি বয়ান করলেন : আজ বাদ ফজর থেকে ইজতেমার মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও বৃহস্পতিবার সকাল থেকেই তালিমি বয়ান শুরু হয়েছে। সকালে তালিমি বয়ান করেন ভারতের মাওলানা আহমদ লাট, বাদ জোহর বাংলাদেশের মাওলানা রবিউল হক, বাদ আসর ভারতের মাওলানা ফারুক ওরফে ভাই ফারুক এবং বাদ মাগরিব ভারতের ইব্রাহীম দেওলা।
বৃষ্টিতে মুসল্লিদের ভোগান্তি : বৃহস্পতিবার গভীর রাতে এক পশলা বৃষ্টি মুসল্লিদের ভোগান্তিতে ফেলে। অনেকের খিত্তায় শামিয়ানা না থাকায় ৪০ মিনিটের বৃষ্টিতে তাদের ইজতেমায়ি সব সামানা ভিজে যায়। এর মধ্যে কনকনে বাতাস ও ঠান্ডা আবহাওয়া রাতভর কষ্ট করেন তারা। নেত্রকোনা সদর থেকে তাবলিগ জামাতের আঞ্চলিক আমির রোকন মিয়ার নেতৃত্বে আবুল বাশার, মো. মানিক মিয়া, আব্দুল মতিন, খোকন মিয়াসহ ১৮ সদস্যের একটি জামাত নির্ধারিত খিত্তায় (নং-৫৭) রাত ৯টায় অবস্থান নেন। কিন্তু তারা সঙ্গে করে শামিয়ানা নিয়ে আসেননি। একপর্যায়ে তারা ঘুমিয়ে পড়লে রাত ২টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন : বৃহস্পতিবার দুপুরে ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান ইজতেমা ময়দান পরিদর্শন করেন। পরে তিনি ময়দানের উত্তর-পশ্চিম কোণে অলিম্পিয়া টেক্সটাইল মিলস উচ্চবিদ্যালয় মাঠে স্থাপিত ইসলামিক ফাউন্ডেশনের বিনামূল্যে চিকিৎসাকেন্দ্র ও হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) লি. উদ্বোধন করেন। এ সময় গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, হামদর্দ বাংলাদেশের চিফ মোতাওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকিম মোহাম্মদ ইউছুফ হারুন প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও এক মুসল্লির মৃত্যু : বৃহস্পতিবার দুপুরে আব্দুস সাত্তার (৭০) নামে আরেক মুসল্লির মৃত্যু হয়েছে। তিনি শেরপুর জেলার কেন্দুয়া থানার আবুল হোসেনের ছেলে। জানাজা শেষে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে বুধবার দুই মুসল্লির মৃত্যু হয়েছিল।
যেসব প্রতিষ্ঠান বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করছে : ইজতেমার উত্তর-পশ্চিম কোণে অলিম্পিয়া টেক্সটাইল মিলস উচ্চবিদ্যালয় মাঠে স্থাপিত ইসলামি ফাউন্ডেশনের ইসলামিক মিশন, হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশ, ইবনে সিনা, গাজীপুর সিটি করপোরেশন, গাজীপুর সিভিল সার্জন, র্যাবসহ প্রায় ২০টি সেবামূলক প্রতিষ্ঠান তাদের স্টলে বিনামূল্যে ওষুধ সরবরাহ করছে।
মোবাইল নেটওয়ার্কে সমস্যা : প্রতিবছরের মতো এবার ময়দানের চারপাশে অস্থায়ী মোবাইল টাওয়ার না বসানোয় মোবাইল নেটওয়ার্কে সমস্যা দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন লাখো মুসল্লি।
পণ্যের চড়া দাম : ইজতেমাকে পুঁজি করে টঙ্গীর বেশির ভাগ দোকানি খাদ্যদ্রব্য ও কাঁচা তরকারির দাম বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে এলাকাবাসী ও মুসল্লিদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম