হাজী বাবলু(গাজীপুর টঙ্গী প্রতিনিধি) : গতকাল ২ রা আগস্ট ২০২৩ ইং তারিখ ১৮.২৫ ঘটিকার সময় টঙ্গী পশ্চিম থানাধীন দাড়াইল কাজী অফিস সংলগ্ন এসএস সোয়েটার লিঃ গার্মেন্টস এর সামনে মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রয় করাকালে গোপন সংবাদের ভিত্তিতে উপ পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ ) মোঃ মাহবুব উজ-জামান এর নির্দেশনায়, টঙ্গী পশ্চিম থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ শাহ আলমের নেতৃত্বে,টঙ্গী পশ্চিম থানার চৌকস পুলিশ অফিসার এস আই উৎপল সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে।তাৎক্ষনিক ভাবে ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। তার দেহ তল্লাশি করে ৫১পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করে পুলিশ। মাদক ব্যবসায়ী হলো আল আমিন (২৫)।আসামীর দখল হইতে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট, ওজন ৫.০১ গ্রাম মূল্য অনুমান ১৫,৩০০/- টাকা এবং নগদ ৬৩০/- টাকা উদ্ধার করা হয়। অপরাপর জড়িত আসামীকে গ্রেফতার অভিযান অব্যাহত আছে। আসামি দীর্ঘদিন ধরে গাজীপুর টঙ্গী সহ দেশের বিভিন্ন জায়গাতে মাদক ব্যবসা করে আসছে।
তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।এই সংক্রান্তে টঙ্গী পশ্চিম থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে, মামলা নাম্বার ০৬, তারিখ-০২/০৮/২০২৩, ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু হয়।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম এর সহিত কথা হলে, তিনি বলেন, ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে এর সাথে কে কে জড়িত তাদেরকেও গ্রেফতার করার চেষ্টা চলছে। আমার অত্র থানা এলাকায় চুরি ডাকাতি ছিনতাই মাদক ব্যবসায়ী সহ সকল অপরাধীদের বিরুদ্ধে অভিযান চলছে আর সব সময় অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply