মোঃ মুজাহিদুল ইসলাম : গাজীপুর মহানগর টঙ্গী পশ্চিম থানাধীন আউচ পাড়া থেকে ২৯ কেজি গাজা ও একটি প্রাইভেট কার সহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায় টঙ্গী পশ্চিম থানার এসআই (নি:) মোঃ সাইফুল ইসলাম সঙ্গীও ফোর্স সহ ৫ ই নভেম্বর শনিবার আউচপাড়া এলাকায় মোবাইল- ২ ডিউটি করাকালীন টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া সাকিনস্থ মুক্তার বাড়ি রোডে শামসুল হক খন্দকারের বাড়ির হক জেনারেল ষ্টোরের সামনে থেকে ধৃত আসামী ১/ মোঃ মোতালেব (৩৩), পিতা -মৃত-আ: গফুর, মাতা -মরিয়ম বেগম, সাং- কাদলা পশ্চিমপাড়া বেপারি বাড়ি, থানা – কচুয়া ,জেলা- চাঁদপুর। বর্তমান সাং- নিকুঞ্জ ১ মান্নান প্লাজার কোচিং পাশে থানা- খিলক্ষেত ,ডিএমপি ,ঢাকা এবং পলাতক আসামি ২/ কালাম @ আরিফ ৩/সোহেল সহ আসামীর হেফাজত হইতে উদ্ধারকৃত ২৯ কেজি গাঁজা যাহার মূল্য অনুমান ৫৮০,০০০/- (পাঁচ লক্ষ আশি হাজার )টাকা এবং একটি সাদা রংয়ের প্রাইভেট কার যাহার রেজি:ঢাকা মেট্রো গ -১২-৯৪৬১ সহ থানায় হাজির হইয়া এজাহার দিলে টঙ্গী পশ্চিম থানার মামলা নং -৩ তারিখ:০৫/১১/২০২৩ ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) স্মরনির ১৯(গ)/৩৮/৪১ রুজু করা হলো।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ সাখাওয়াত হোসেন বলেন-শনিবার রাতে ২৯ কেজি গাজা ও একটি প্রাইভেট কার সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। ধৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে দীর্ঘদিন ধরে গাজীপুর টঙ্গী সহ বাংলাদেশের বিভিন্ন জায়গাতে মাদক ক্রয় বিক্রয় করে আসছে। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
আমার অত্র থানা এলাকায় মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই,কিশোর গ্যাং, চোরাই মালামাল ক্রয় বিক্রয় সহ যে কোনো দুষ্কৃতকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে এবং থাকবে।
Leave a Reply