হাজী বাবলু(গাজীপুর টঙ্গী প্রতিনিধি) : গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার জনাব মাহবুব আলম মহোদয়ের দিক নির্দেশনায়, (অপরাধ দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মাহবুব উজ-জামান এর তত্ত্বাবাধানে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম এর নেতৃত্বে টঙ্গী পূর্ব থানার নবাগত চৌকস পুলিশ অফিসার এসআই মোঃ মাহবুব ও সঙ্গীয় ফোর্স সহ টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকায় অভিযান পরিচালনা করিয়া ইং ০৩/০৮/২০২৩ তারিখ ২১.০৫ ঘটিকার সময় ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ২৫০ পুরিয়া মাদক হেরোইন উদ্ধার করা হয়। ওজন ২০ গ্রাম আনুমানিক মূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা।
গ্রেফতারকৃতরা হলেন- ১। মোঃ জুয়েল শিকদার (৩০), পিতা-মৃত লতিফ শিকদার @ আজাহার ড্রাইভার, মাতা-সাহেরা খাতুন, সাং-দত্তপাড়া (হাজী মার্কেট হাসান লেন,ভাসমান), থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর, ২। শামসুদ্দিন সরকার @ শামসুল (৩২), পিতা-জালাল উদ্দিন, মাতা-ফাতেমা বেগম, সাং-দত্তপাড়া (সাহাজ উদ্দিন সরকার রোড), থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর
০১নং আসামীর বিরুদ্ধে একাধিক মামলা রহিয়াছে।
১। টঙ্গী পূর্ব থানার মামলা নং-২৯, তাং-২১/০৮/২০২২, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ৮(গ)/৪১, ২। টঙ্গী পূর্ব থানার মামলা নং-৬৩, তাং-২৬/১০/২০২২, -১৪৩/৩২৩৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড ৩। টঙ্গী পশ্চিম থানার মামলা নং-২৭, তাং-২৬/১০/২০২১, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১০(ক)/৪১, ৪। টঙ্গী পূর্ব থানার মামলা নং-০৭, তাং-০৯/০৪/২০২২, ধারা-১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬/১১৪ পেনাল কোড।
আসামীদ্বয় দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত হতে মাদক সংগ্রহ করে টঙ্গী সহ বিভিন্ন জায়গায় ক্রয়-বিক্রয় করে আসছে। উক্ত ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম পিপিএম বলেন, আমার অত্র থানা এলাকায় সন্ত্রসাী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, চোর ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয়কারী, কিশোর গ্যাং এবং যে কোন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানা পুলিশি অভিযান অব্যাহত আছে এবং সব সময় থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম