হাজী বাবলু(গাজীপুর টঙ্গী প্রতিনিধি): গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার জনাব মোঃ মাহমুব আলম মহোদয়ের দিক নির্দেশনায়, অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ মাহবুব উজ-জামান এর তত্ত্বাবধানে টঙ্গী পূর্ব থানার সুদক্ষ অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম এর নেতৃত্বে, টঙ্গী পূর্ব থানার চৌকস পুলিশ অফিসার এস আই মোঃ আশরাফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সহ একটি টিম টঙ্গী পূর্ব থানাধীন ময়মনসিংহ টু ঢাকা মেইন রোড সংলগ্ন মধুমিতা রোডে ইং ০৫/০৮/২০২৩ তারিখ রাত অনুমান ০০.৪৫ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে ৫ জন ছিনতাইকারীকে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলোঃ ১। মোঃ মনির হোসেন (২৫), পিতা-মৃত ফারুক হোসেন, মাতা-রিনা @ মরিয়ম, সাং-দত্তপাড়া (জহির মার্কেট কসাই বাড়ী), থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর। ২। শুভ চৌধুরী (২৫), পিতা-আঃ মজিদ চৌধুরী, মাতা-হামিদা বেগম, সাং-মনিয়ন (চৌধুরী বাড়ী), থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া এ/পি সাং-পূর্ব আরিচপুর (বউ বাজার রশিদ ভিলা, মমতাজ বেগমের বাসার ভাড়াটিয়া), থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর।
৩। আশিক (২৬), পিতা-মালেক, মাতা-তাহেরা বেগম, সাং-জগন্নাথপুর, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ এ/পি সাং-মধ্য আরিচপুর (বাসা নং-১১১, নেকার বাসার ভাড়াটিয়া), থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর। ৪। মোঃ রাসেল (৩০), পিতা-সিদ্দিক শিকদার, মাতা-রুবি বেগম, সাং-পশ্চিম আরিচপুর (বাসা নং-৪১, আমজাদ আলী গালর্স স্কুল রোড), থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর,
৫। মোঃ রাফি (২৫), পিতা-শামীম, মাতা-সাহেরা খাতুন, সাং-তাড়াইল বাজার, থানা-ভাংগা, জেলা-ফরিদপুর এ/পি সাং-টঙ্গী ভরান (নূরু কাজীর বাসার ভাড়াটিয়া), থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর আসামীদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও চুরি মামলাসহ একাধকি মামলা রহয়িাছ।
তাদের কাছ থেকে ১ টি সুইচ গিয়ার ও ৪ টি ছুরি উদ্ধার করা হয়।উক্ত ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
এ ঘটনায় প্রেস ব্রিফিংয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ বলেন, অত্র থানা এলাকার সন্ত্রসাী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, চোর ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয়কারী, কিশোর গ্যাং এবং যে কোন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানা পুলিশি অভিযান অব্যাহত আছে।
Leave a Reply