নিজস্ব প্রতিবেদক : ১৫ আগস্ট উপলক্ষে আওয়ামীলীগের নেতাকর্মীরা যেন কোন বিশৃংখলা করতে না পারে এজন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করে মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মহানগর বিএনপি নেতা সরকার শাহনূর ইসলাম রনির নেতৃত্বে নেতাকর্মীরা স্টেশনরোড এলাকায় অবস্থান নেয়।
এসময় একটি মিছিল নিয়ে স্টেশনরোড ও টঙ্গী-কালীগঞ্জ সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণস্থান প্রদক্ষিণ করে নতুনবাজার এলাকায় গিয়ে শেষ হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফেরাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।
এছাড়াও টঙ্গীর টিএন্ডটি বাজার এলাকায় ৪৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে আন্দোলনে শহীদের রুহের মাগফেরাত ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মহানগর বিএনপি নেতা সরকার শাহনূর ইসলাম রনি, টঙ্গী থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাজী নূর মোহাম্মদ, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক লিয়াকত আলী, নাজিম উদ্দিন খান, আইয়ুব আলী, সোহরাব হোসেন, জহিরুল ইসলাম, মবিন হোসেন, ইয়াকুব আলী, স্বেচ্ছাসেবকদল নেতা আলহাজ¦ মোখলেছুর রহমান, টঙ্গী পূর্ব থানা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রাবেয়া আক্তার প্রমুখ।
এ সময় সরকার শাহনূর ইসলাম রনি বলেন, ১৫ আগস্টের নামে কেউ যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য আমরা সড়ক-মহাসড়কে সতর্ক পাহারায় রয়েছি। কোনো প্রকার বিশৃংখলা সৃষ্টির পাঁয়তারা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, সাবেক এমপি জাহিদ আহসান রাসেলের বাড়ির চারপাশে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা কয়েকশ’ মাদকের আস্তানা গড়ে তুলেছিল। আওয়ামী লীগ সরকার পতনের পরপরই তারা গা ঢাকা দিয়েছে। তারা যেন ফের টঙ্গীতে এসে মাদকের আস্তানা গড়ে তুলতে না পারে সেজন্যও আমরা পাহারা বসিয়েছি। তাদেরকে কোনভাবেই আমাদের এলাকায় মাদক ব্যবসা করতে দেওয়া হবে না। মাদক ব্যবসায়ী ও তাদের শেল্টার দাতাদের কঠোরহস্তে দমন করা হবে।
Leave a Reply