হানিফ ঢালী গাজীপুর : টঙ্গীতে ১২ বছরের এক নাবালিকাকে বেড়াতে যাওয়ার কথা বলে নিয়ে যাওয়ার পর একটি ঘরে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে মাসুদ রানা (২০) নামে স্থানীয় এক যুবককের নামে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করেছে। সোমবার সকাল ৭টার দিকে টঙ্গীর মাছিমপুর এলাকায় একটি বস্তিতে এই ঘটনা ঘটে।
পুলিশ নির্যাতিতা কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় মঙ্গলবার সকালে মামলা করেছেন নাবালিকার বাবা আব্দুল মতিন।মতিন কুড়িগ্রাম জেলার বাসিন্দা সে মাছিমপুর নজরুলের বস্তিতে বসবাস করে এবং ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে।
অভিযুক্ত যুবক মাসুদ রানা ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার চৌদ্দরীকুষ্টা (মধ্যেপাড়া) গ্রামের জিয়াউর রহমানের ছেলে। মাসুদ টঙ্গীর মাছিমপুর এলাকার নজরুলের বস্তির একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করতেন।
পুলিশ জানায়, অভিযুক্ত মাসুদ পেশায় একজন ট্রাকচালক। মাসুদ ও নির্যাতিতা নাবালিকার পরিবার পাশাপাশি বাস করতেন। সোমবার সকালে ওই নাবালিকা বস্তির সামনে গেলে মাসুদ তাকে বেড়াতে যাওয়ার কথা বলে তুলে নিয়ে বস্তির একটি কক্ষে আটকে রেখে ধর্ষণ করে। পরে সন্ধ্যায় নির্যাতিতা নাবালিকা কৌশলে ওই কক্ষ থেকে পালিয়ে যায়। রাতে বাসায় ফিরে এসে কিশোরী তার মাকে বিষয়টি জানালে পুলিশ কে খবর পাঠানো হয়। পরে পুলিশ অভিযুক্ত মাসুদকে রাতেই আটক করে।
নির্যাতিতা কিশোরীর বাবা জানান, সোমবার সকাল ৭টার দিকে আমার মেয়ে নিখোঁজ হয়। রাত ৮টার দিকে ফিরে এসে ওর মাকে ঘটনাটি জানালে পুলিশে খবর দেই। পুলিশ মাসুদকে থানায় নিয়ে যায়। মঙ্গলবার সকালে মামলা দায়ের করেছি। আমি এ জগন্য ঘটনার বিচার চাই।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়ে মাসুদকে থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। মঙ্গলবার মামলা দায়ের করা হলে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply