হানিফ ঢালী :গাজীপুর টঙ্গীর শিলমুন বালুর মাঠ এলাকা থেকে জান্নাত (৭) নামে এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। খালার বাসায় বেড়াতে এসে চার দিন আগে নিঁখোজ ওই শিশুর খালাত ভাই তাকে ধর্ষণের পর হত্যা করেছে বলে স্বীকার করায় ধর্ষককে গ্রেপ্তার ও তার বাবাকে আটক করেছে পুলিশ।
বুধবার( ২০ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় টঙ্গীর পূর্ব থানার শিলমুন বালুর মাঠের জঙ্গল থেকে পুলিশ এই লাশ উদ্ধার করে।নিহত শিশু সিরাজগঞ্জ জেলার কামাখন্দ থানার দশসিকা গ্রামের আঃ মান্নানের ছেলে। গ্রেপ্তার জনি(১৫) ও তার বাবা ফজলু মিয়া(৪৫)। আাসামীরা টঙ্গীর শিলমুন এলাকার জনৈক সোহেলের বাসায় ভাড়া থাকেন।
পুলিশ, নিহতের বাবা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পাঁচ দিন আগে জান্নাত টঙ্গীতে তার খালার বাসায় মায়ের সাথে বেড়াতে আসে। পরদিন নিঁখোজ হয়।
১৮ ডিসেম্বর মেয়ের বাবা আঃ মান্নান টঙ্গী পূর্ব থানায় একটি জিডি করে। জিডির সূত্র ধরে পুলিশ জনি ও তার বাবা ফজলু মিয়াকে আটক করে। জনি পুলিশের কাছে স্বীকারোক্তি দিলে পুলিশ আজ বিকেলে জনিকে নিয়ে জঙ্গল থেকে জান্নাতের অর্ধগলিত লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, জনি চিপস খাওয়ানোর কথা বলে জঙ্গলে এনে জান্নাতকে ধর্ষন করে। ধর্ষণের পর জান্নাত তার বাবাকে ঘটনা জানাবে বলে জানালে জনি পাথর দিয়ে মাথায় আঘাত করে জান্নাতকে হত্যা করে বালি দিয়ে লাশ ঢেকে রেখে বাড়িতে চলে যায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ( অপরাধ দক্ষিন বিভাগের) অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার হাফিজুর রহমান বলেন, জনি চিপসের লোভ দেখিয়ে জান্নাতকে ধর্ষনের পর হত্যা করে। এই ঘটনায় জিডি হলে জিডির তদন্তের সূত্র ধরে জনি ও তার বাবাকে আটক করা হয়। জনি অপরাধ স্বীকার করলে তার দেখানো মতে লাশ উদ্ধার হয়। এই ঘটনায় লাশের ময়নাতদন্ত শেষে মামলা দায়ের করা হবে।
Wow, wonderful blog format! How lengthy have you been blogging for?
you make running a blog look easy. The overall glance of your website is fantastic, as neatly
as the content material! You can see similar:
sklep internetowy and here sklep online