বশির আলম : গাজীপুরের টঙ্গীতে যুবদল কর্মী মোক্তাদির আহমেদ লিপুর
বাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে মঙ্গলবার ভোর ২ টায় দুর্বৃত্তরা এসে এ হামলার ঘটনা ঘটায়। তবে হামলার ঘটনায় কেউ হতাহত হয়নি।
মোক্তাদির আহমেদ লিপু মোল্লা টঙ্গী পূর্ব থানা যুবদলের একজন কর্মী। তিনি টঙ্গীর ৪৯ নং ওয়ার্ড এরশাদনগর এলাকার , ৬ নং ব্লকের মানিক মোল্লার ছেলে।
যুবদল কর্মী মোক্তাদির আহমেদ লিপু বলেন, মঙ্গলবার ভোরে দুর্বৃত্তরা ককটেল দুইটি নিক্ষেপ করে পালিয়ে যায়। বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হলে আমরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ি। মঙ্গলবার বিকালে থানায় গিয়ে আমার বাবা মানিক মোল্লা লিখিত অভিযোগ করেছেন।
লিপু মোল্লার পিতা মানিক মোল্লা জানান, গত মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর আনুমানিক রাত ২ টার দিকে অজ্ঞাতনামা ৮/১০ জন সন্ত্রাসী আমার নিজ বাড়িতে অতর্কিতভাবে ককটেল নিক্ষেপ করে এলাকায় আতংঙ্ক সৃষ্টি করে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে এলাকার লোকজন ককটেলের বিকট শব্দ শুনে বাসা-বাড়ি থেকে দৌড়া- দৌড়ি করে আমার বাড়ির সামনে এসে জরো হয়। পরবর্তীতে উক্ত ঘটনাস্থলে ককটেল বিস্ফোরনের আলামত পাওয়া যায়। আমার ছেলে মোক্তাদির আহমেদ লিপু মোল্লা জাতীয়তাবাদী বিএনপি রাজনৈতিক দলের সাথে জড়িত আছে এবং রাজনীতি করে এলাকার লোকজনের সেবা করে আসছে। তার সুনামে ক্ষুন্না করার জন্য প্রতিপক্ষ দুষ্কৃতিকারীরা অতর্কিতভাবে আমার বাড়িতে হামলা চালিয়ে আমার ছেলেকে প্রাণ নাশের অপচেষ্টা চালিয়ে চলে যায়। উক্ত ঘটনায় আমি টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে টঙ্গী পূর্ব থানার পুলিশ ঘটনা স্থল পরিদর্শনে করেন। আমি আমার ও আমার ছেলের এবং আমার পরিবারের নিরাপত্তা চাই এবং উক্ত ঘটনার সুষ্ঠু বিচার চাই।
টঙ্গী পূর্ব থানার ওসি এসএম মামুনুর রশীদ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম