প্রীতি সাহা(টঙ্গী প্রতিনিধি ): টঙ্গীতে আব্দুল হান্নান রাব্বি (১৯) নামে এক স্টেশনারী দোকান কর্মচারীর রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। পরিবারের সদস্যদের অভিযোগ চুরির অপবাদ দিয়ে অতিরিক্ত নির্যাতনের কারনে রাব্বির মৃত্যু হয়েছে শুক্রবার বিকেলে টঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রাব্বি নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার মির্জানগর গ্রামের নুর নবীর ছেলে। তারা বাবা শিলমুন পশ্চিমপাড়া আফাজ উদ্দিনের বাড়িতে ভাড়া বাসায় থাকেন। রাবি টঙ্গী বাজারের পারভীন সুলতানার বাড়ির ভাড়া বাসায় মালিকে সাথে থাকতেন।
এ ঘটনায় একই থানার নাটেশ্বর গ্রামের আজিজ উল্লার ছেলে দোকান মালিক ইয়াসিন (৩০) ও তার ছোট ভাই ইয়াকুবকে (২৭) আটক করা হয়েছে।
নিহত রাব্বির বাবা জানান, ৫ বছর যাবত ইয়াসিন মিয়ার আল্লাহর দান পেপার এন্ড স্টেশনারী দোকানে কাজ করে রাব্বি। বিভিন্ন অযুহাতে তাকে পূর্বেও কয়েক বার মারধর করা হয়েছে। আমার ছেলেকে দোকান থেকে নিয়ে যেতে চাইলেও দেয়নি। শুক্রবার সকালে আমাকে ইয়াসিন খবর দেয় রাব্বি চুরি করেছে। আমি এসে ইয়াসিনের ভাড়া বাসায় গিয়ে দেখি রাব্বির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন। এ সময় আমার ছেলেকে ছেড়ে দিতে বললে ইয়াসিন ও তার ছোট ভাই ইয়াকুব বলে জুমার নামাজের পরে আস তোমাকে ও তোমার ছেলেকে উলঙ্গ করে জুতার মালা পরিয়ে এলাকায় ঘুরিয়ে ছেড়ে দেব। জুমার পরে তারা ফোন করে জানায়, রাব্বি আত্মহত্যা করছে তাড়াতাড়ি আসেন।
নুর নবী অভিযোগ করে বলেন, আমার ছেলেকে সকাল থেকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। আমি আমার ছেলের হত্যাকারীদের বিচার চাই।
নিহত রাব্বির বন্ধু সাব্বির ও রাকিব জানান, সকাল ৯টার দিকে চুরির অপবাদ দিয়ে ইয়াসিনের ভাই ইয়াকুব রাব্বিকে তাদের ৪তলার বাসায় নিয়ে রাব্বির মোবাইল ফোন নিয়ে যায়। পরে রাব্বিকে বেধড়ক মারধর করে। তার বাবাকে ফোন দিয়ে ডেকে এনে অপমান করে হুমকি দিয়ে জুমার পর বিষয়টি সমাধান করবে বলে তাড়িয়ে দেয়। পরে রাব্বির মুত্যুর সংবাদ পাই। সে ফাসি দিয়েছে না ওরা দুই ভাই রাব্বিকে মেরে ফাসিতে ঝুলিয়ে রেখেছে তা বলতে পারব না। তবে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আমরা এর সঠিক বিচার চাই।
টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, মুঠোফোনে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করি। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তে হ্যা নাকি আত্বহত্যা বেরিয়ে আসবে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো.মুস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় দু-জনকে আটক করা হয়েছে। নিহতের বাবার অভিযোগের প্রেক্ষিতে আত্মহত্যার প্ররোচনায় মামলার প্রস্তুতি চলছে
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম