মোঃ মুজাহিদুল ইসলামঃ টঙ্গীতে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে, মোটরসাইকেল আরোহী গাজী মোহাম্মদ জীম (১৭) নামে একজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদের দিন রাত আনুষ্ঠানিক সাড়ে ১২ টার দিকে আব্দুল্লাহপুর উলুখোলা রোডের মাঝামাঝি তিনশো ফুট স্থানে পুলিশ চেকপোস্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গাজী মোহাম্মদ জীম গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার পূর্ব আরিচপুর গাজীবাড়ী মরহুম গাজী আলাউদ্দিন সাহেবের ছোট ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,টঙ্গী থেকে আব্দুল্লাহপুর হয়ে কয়েকটি মোটর সাইকেল ও প্রাইভেট কার নিয়ে কয়েক বন্ধু মিলে ঘুরতে যায়। একটি মোটর সাইকেল দ্রুত গতিতে তিনশো ফুটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে তিনশো ফুটের আগে পুলিশ চেকপোস্ট এলাকায় পৌছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে চেকপোস্টের খুটির সাথে ধাক্কা লেগে এ দূর্ঘটনা ঘটে। পরে সঙ্গীয় বন্ধু ও স্থানীয় লোকজন ৯৯৯ ফোন করলে পুলিশ তাকে উদ্ধার করে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পরে সকল আইনগত কার্যক্রম শেষ করে রাত আনুমানিক ৩.৩০ মিনিটের সময় লাশ বাড়ীতে নিয়ে আসে। এ দূর্ঘটনায় পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে নিহতের বড় ভাই গাজী রাসেল কান্না জড়িত কন্ঠে বলেন, আমার খুব আদরের ছোট ভাই জীম ঈদের দিন আমাদের কাউকে না বলে ব্ন্ধুদের নিয়ে ঘুরতে যায়। রাতে আমরা তাকে অনেক বার ফোন দিয়েছি কিন্তু সে ফোন রিসিভ করে নাই। তার কিছুক্ষণ পরে সংবাদ পাই আমার ছোট ভাই মোটর সাইকেল দূর্ঘটনায় নিহত হয়েছে।
আমি বাংলাদেশের প্রতিটি মা বাবাকে অনুরোধ করবো, কেউ যেন তাঁর সন্তানকে মোটর সাইকেল কিনে না দেন। এই একটি মোটর সাইকেল দূর্ঘটনা একটি পরিবারের সারা জীবনের কান্না যেন না হয়।
Leave a Reply