প্রিতি সাহা ( গাজীপুর মহানগর প্রতিনিধি ): টঙ্গীতে এক শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষককে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমাদ (২৩) গাজীপুর জেলার কাপাসিয়া থানার দেইলগাঁ এলাকার হান্নান মিয়ার ছেলে। তিনি আল হেরা আধুনিক নুরানী ও হিফজ মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক।
মঙ্গলবার দুপুরে টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরিদ জানান, গতকাল রাতে চতুর্থ শ্রেনীর ছাত্রকে বলৎকারের অভিযোগ ভিত্তিতে ট্রাস্ট এলাকায় আল হেরা আধুনিক নুরানি ও হিফয মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক ফয়সাল আহমাদকে আটক করে থানায় নিয়ে আসা হয়।শিশুটির অভিযোগ, গতকাল (১৩ মে) সকালে মাদ্রাসার বড় রুমে পিটি চলাকালীন অন্য ছাত্ররা পিটি করার সময় হুজুর আমাকে তার চারতলার বিশ্রাম কক্ষে নিয়ে যান। নিয়ে গিয়ে হাত পা টিপে দেওয়া কথা বলে। টিপে দেওয়া একপর্যায়ে আমার পরিহিত পায়জামা খুলিয়া ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক এসব করেন।
শিশুটির বাবা অভিযোগ করেছেন, মাদ্রাসার শিক্ষক ফয়সাল আহমাদ আমার ছেলের সাথে জোরপূর্বক এসব নোংরা কাজ করে এবং ভয়ভীতি দেখায়। ভয়ে শিশু বাচ্চাটি এ বিষয়টি তার মাকে বললে তার মা আমাকে জানালে আমরা আইনের আশ্রয় নেয়। এমন ন্যাক্কারজনক ঘটনায় এলাকাবাসী তার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয় টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ সাখাওয়াত হোসেন বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। মামলা নং ১২ তারিখ ১৪/০৫/২০২৪ ইং, আজ দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম