হানিফ ঢালী গাজীপুর : গাজীপুরের টঙ্গী কো-অপারেটিভ ব্যাংক মাঠ এলাকায় প্রদিপণ স্কুল মাঠ প্রাঙ্গণে গতকাল মঙ্গলবার রাতে সাজ্জাদ ব্যাটমিন্টন টুনামেন্ট ২০২৪ অনুষ্ঠিত হয়েছে, অনুষ্ঠানে প্রবিণ মুরুব্বি এ মোতালেব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক ফাহাদ এন্টার প্রাইজ এর মালিক আরফিনা বেগম, উদ্বোধন করেন যুবলীগ নেতা আল-আমীন হোসেন, প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন জেটিভি টঙ্গী প্রতিনিধি ও গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি মোঃ নুরুজ্জামান শেখ, বিশেষ অতিথি ছিলেন এস এ জুবাইয়া সাউন্ড সিস্টেম এর মালিক আক্তার হোসেন,জুবাইয়া এন্টারপ্রাইজ এর মালিক সালমা বেগম,শিরু মিয়া,আকাশ আহম্মেদ, রাজু প্রমুখ। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় বক্তারা মরহুম সাজ্জাদের সৃতি চারণ করে বলেন, সাজ্জাদ ছিলেন এলাকার গর্ব সাজ্জাদ সব সময় চাইতেন যুব সমাজ নেশায় নয় খেলায় আসক্ত হউক।
Wow, fantastic blog format! How long have you ever
been blogging for? you made running a blog glance easy.
The total glance of your website is magnificent, let alone the content!
You can see similar: najlepszy sklep and here najlepszy sklep