মোঃ মুজাহিদুল ইসলামঃ
গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানাধীন ৪৫ নং ওয়ার্ড পূর্ব আরিচপুর শাহী মসজিদ রোডে পাপিয়া বেগমের বাড়িতে সন্ধ্যা ৬.৪০ মিনিটের সময় এক দল সন্ত্রাসী রামদা,ছোড়া দিয়ে ঘরবাড়ি ভাংচুর ও প্রায় দুই লক্ষাধিক টাকার মালা মাল লুটপাট করার অভিযোগ উঠেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী বাড়ীর ভাড়াটিয়া সহ এলাকাবাসী জানায় ফিল্মি স্টাইলে হাতে রামদা, লোহার পাইপ ও লাঠি সোটা নিয়ে তারা এই হামলা চালায়। অভিযোগ সূত্রে জানা যায, গত মঙ্গলবার (২৪ শে জানুয়ারী ২০২৩ ইং) সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে ১। রানা @ ডিস রানা(২৫)২। জুয়েল @ কাল্ল্যা জুয়েল (৩০) উভয় পিতা- মোঃ রফিক কসাই,৩। ফাহিম @ ভূঙ্গা ফাহিম (২০) পিতা- মুনসুর,৪। সাজ্জাদ (২২), ৫। সাব্বির (২০) উভয় পিতা- শফিক , ৬। রাসু(২০) পিতা-অজ্ঞাত, ৭। সুমন @ শালসা সুমন(১৮) পিতা- অজ্ঞাত সর্ব সাং- মদিনাপাড়া ( পাকনাপাড়া) থানা- টঙ্গী পূর্ব, জেলা- গাজীপুর মহানগর সহ আরোও অজ্ঞাত ৮/১০ জন সন্ত্রাসী সহ রানার হুকুমে বেআইনীভাবে পাপিয়া বেগমের বাড়ীর গেট ভেঙ্গে বাড়ির ভিতর প্রবেশ করে বাড়ীর মালিকের ছেলেদের কে হত্যার উদ্দেশ্য প্রবেশ করে,বাড়ীতে থাকা বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে প্রায় ১২ হাজার টাকার ক্ষতি সাধন করে এবং ঘরে থাকা ওয়ারড্রপের তালা ভেঙ্গে ড্রয়ারের ভিতরে থাকা নগদ ৩২ হাজার টাকা ও ২০ আনা ওজনের স্বর্ণের ১ টি চেইন এক জোড়া স্বর্ণের কানের দুল যাহার আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়।
এ বিষয়ে ঐ রাতেই ৯৯৯ জরুরি সেবা নাম্বারে ফোন ৭ জনের নাম উল্লেখ করে টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ করেন। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম