হাজী বাবলু ( গাজীপুর টঙ্গী প্রতিনিধি ): ৬ ই আগস্ট ২০২৩ ইং তারিখ রাত ০০.৩৫ ঘটিকার সময় টঙ্গী পশ্চিম থানাধীন মাছিমপুর পিপলস সিরামিক্স গেইটের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ডাকাতি প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ অভিযান পরিচালনা করে,তাৎক্ষনিকভাবে ডাকাত দলের ৮ জন সক্রিয় সদস্য (১) বাদশা (১৯), (২) মোঃ ফয়সাল (১৯), (৩) মোঃ ফরহাদ (৩৮), (৪) মোঃ কালু (২৫), (৫) মোঃ শুক্কুর (২৩),(৬) মোঃ লিটু @ হিটু মিয়া (৩২),(৭) মোঃ বাবু (২৮), (৮) মোঃ আল আমিন (২৪), দেরকে গ্রেফতার করে পুলিশ।আসামীদের দখল হইতে ৭টি চাকু এবং ১টি চাপাতি উদ্ধার করা হয়। এই সংক্রান্তে টঙ্গী পশ্চিম থানার মামলা নাম্বার ১০, তারিখ-০৬/০৮/২০২৩, ধারা- ৩৯৯/৪০২পেনাল কোড রুজু করা হয়।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম বলেন আমার অত্র থানা এলাকায় চুরি ডাকাতি ছিনতাই মাদক কারবারি কিশোর গ্যাং সহ যে কোন দূষ্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম