হানিফ ঢালী গাজীপুর : গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি মোঃ তৌহিদুজ্জামান শিমুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ নীল মিয়ার সঞ্চালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন, নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মতিউর রহমান বিকম, টঙ্গী থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. মনির আহম্মেদ, ৫৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন, ৫৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আবুল হাসেম, গাজীপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি জয়নাল আবেদীন, গাজীপুর জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক মাে. আজাদ হোসেন, গাজীপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মোঃ আব্দুর রশিদ প্রমুখ। এছাড়াও নিবার্চন কমিশন ও নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সহ শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, গাজীপুর জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক এবং সংগঠনের শতাধিক ট্রান্সপোর্ট সংগঠনের সদস্য, রাজনৈতিক ও সামাজিক, নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দীর্ঘ প্রায় ১৮ বছর পর গাজীপুর জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতির নির্বাচনের প্রস্তুতি নেয়ায় সংগঠনের সাধারণ সদস্যগনের মধ্যে আনন্দ বিরাজ করছে। টঙ্গীস্থ মেসার্স স্বজন ট্রান্স পোর্টের স্বত্বাধিকারী মোঃ আনোয়ার হোসেনের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত সভায় উপস্থিত সংগঠনের সাধারণ সদস্যরা জানান,দীর্ঘ সময় পরে হলেও গাজীপুর জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতির নির্বাচন হতে যাচ্ছে, সত্যি এটা প্রশংসীয়। গাজীপুর জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতি ও স্থানীয় যে সকল নেতৃবৃন্দ নির্বাচনের আয়োজন বা সহযোগিতা করেছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
শ্রম-মন্ত্রণালয় কর্তৃক মনিটরিং এর মাধ্যমে নির্বাচণ কমিশন বা পরিচালনা কমিটি অতিশীঘ্রই অবাধ সূষ্ট নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নিবাচনের মাধ্যমে একটি শক্তিশালী কমিটি গঠন হবে বলে সকলেই আশাবাদী।
Leave a Reply