হানিফ ঢালী গাজীপুর : গাজীপুরের টঙ্গী পাগাড় এলাকায় সরকার অনুমোদনহীন ব্যক্তি মালিকানায় একাধিক অর্থ লেনদেন সংক্রান্ত সমাজ কল্যাণ ফাউন্ডেশনের নামে গড়ে উঠেছে মাসিক সাপ্তাহিক ও দৈনিক সঞ্চয় ও ঋণদানের সমিতি।
এসব সমিতিতে এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে দরিদ্র বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ তাদের আয়ের একটি অংশ জমা করে প্রতারিত হওয়ার আশংকা করছে স্থানীয় এলাকাবাসী।
এ ব্যবসার নেপথ্যে রয়েছে টঙ্গী পূর্ব থানার একটি ধর্ষন মামলার অভিযুক্ত মাসুদ রানা ওরফে চান্দু ও তার সহযোগী মানবতা বিরোধী মামলায় মৃত্যু দন্ডপ্রাপ্ত রাজাকার কামরুজ্জামানের ভাতিজা হিসেবে পরিচিত শেরপুর জেলা সদরের বাসিন্দা এবং পাগাড় এলাকার রিয়া স্টুডিওর মালিক মো. মালেক মিয়া।
স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, ১০/১২ জন মিলে ২০২০ সালে সরকারী অনুমতি বা সমবায় সমিতির অনুমতি ছাড়া মাসিক সাপ্তাহিক ও দৈনিক সঞ্চয় ও ঋণদান সংক্রান্ত ইসলামী শরীয়ত ভিত্তিক “পাগাড় সমাজ কল্যাণ ফাউন্ডশন” সমিতি গড়ে তুলেন স্থানীয় মাসুদ রানা ওরফে চান্দু। এরপর এ সমিতি সদস্য সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে তিনি সমিতির দায়িত্ব স্থানীয় রিয়া স্টুডিওর মালিক মো. মালেক মিয়াকে দিয়ে নিজে আরো একটি সরকারী অনুমতিহীন “বন্ধন সঞ্চয় ও ঋণদান সমিতি চালু করেন। গত ৫ আগষ্ট দুপুরে স্থানীয় এক নারীকে চাকুরী দেয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষনের অভিযোগে গ্রেফতার এবং ৬ আগষ্ট মাসুদ রানা ওরফে চান্দুর নামে ওই নারী টঙ্গী পূর্ব থানা মামলা করেন। এঘটনায় পুলিশ তাকে গ্রেফতারের পর জেল হাজতে প্রেরণের পর সমিতির ব্যবসা বা অর্থ লেনদেনের মোড় ঘুরে যায়্। এবার অর্থ লেনদেন হয় অনলাইন এ্যাপসের মাধ্যমে। ইতিমধ্যে বেশকিছু সদস্য সমিতি ছেড়ে চলে গেলেও জমজমাট চলছে এ ব্যবসা। লক্ষ লক্ষ টাকা অনলাইন এ্যাপসের মাধ্যমে কোন প্রকার সরকারী অনুমতি বিহীন চলছে। অনেকেরে ধারণা এক সময় এ সমিতির টাকা আত্বসাৎ করে পালাতে পারে এই মাসুদ রানা ওরফে চান্দু।
এ বিষয়ে ষ্টুডিও ব্যবসায়ী মালেক মিয়া জানান, এ ব্যবসা আমার নয়। আমি একজন শেয়ার সদস্য মাত্র। আমার এখানে সমিতির সদস্যদের বই জমা রাখা হতো। এখন আর রাখে না। এখন এ্যাপসের মাধ্যমে টাকা লেনদে হয়। আর সমিতির অনুমতির জন্য কাগজপত্র সমেত সমবায়ের জেলা অফিসে জমা দেয়া হয়েছে বলে জানি। মাসুদ আর আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
এ ব্যাপারে মাসুদ রানার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমাকে রাজনৈতিক ভাবে ষড়যন্ত্র করে ধর্ষন মামলায় জড়ানো হয়েছে। আর কাগজপত্র বিহীন গাজীপুরে শতশত সমিতি প্রকাশ্যে চলছে। আমিতো সমিতি পরিচালনার জন্য এবং অনুমতির জন্য সমবায় দপ্তরে কাগজপত্র জমা দিয়েছি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম