মোঃ মুজাহিদুল ইসলামঃ টঙ্গীতে আলোচিত রিফাত হত্যা মামলার প্রধান আসামী সোহাগ ২৪ ঘন্টা আল্টিমেটাম শেষ হওয়ার আগেই টঙ্গী পূর্ব থানা পুলিশ হাতে গ্রেফতার।গত ০৬/০৬/২৩ খ্রিষ্টাব্দ টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগর ২ নং ব্লকের বাসিন্দা রিফাত(১৯) কে পরিকল্পিতভাবে গাছা থানাধীন ইছরকান্দী নদীরপাড়ে হত্যা করে লাশ পানিতে ফেলে দেওয়া হয় এবং আসামি (১) কাজল (২) সোহাগ ঘটনার পর থেকেই পলাতক ছিল।উক্ত ঘটনার প্রেক্ষিতে এরশাদ নগরের বাসিন্দারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।
বিষয়টি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের নজরে আসলে তাঁর আদেশক্রমে এবং উপ-পুলিশ কমিশনার অপরাধ দক্ষিণ বিভাগ ডিসি মোঃ মাহবুব-উজ্জামান এর দিকনির্দেশনায় টঙ্গী পূর্ব থানার সুদক্ষ অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম তথ্য প্রযুক্তি ব্যবহার করে এবং বিভিন্ন জায়গায় সোর্স লাগিয়ে অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি সোহাগ কে দক্ষিন কেরানীগঞ্জ এলাকা হইতে গ্রেফতার করা হয়। মামলাটি নৌ পুলিশ তদন্ত করছে।
Leave a Reply