সমাস আরেফিন অনু, ক্রাইম রিপোর্টের : ঝিনাইদহ সদর উপজেলার ১৫ নং কালীচরণপুর ইউনিয়নের সাধারণ জনগণ ভূমি দুস্য ও মাটি ব্যবসায়ী প্রশান্তর জন্য রাস্তাঘাটে চলাচল করতে নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। প্রতিবছর এই শুষ্ক মৌসুমী আসলেই বেড়ে যায় মাটি ব্যবসায়িকদের তান্ডব। ফসলি জমি কাটে পুকুর খরণের নামে চলে ইটভাটায় মাটি বেচাকেনা। কালীচরণ পুর ইউনিয়নের অধিকাংশ রাস্তাঘাট ভেঙে গেছে মাটি বোঝায় ট্রাক্টর এর জন্য। রাস্তাঘাটের এমন বেহাল দশা একটি গর্ভবতী মাকে হাসপাতালে জরুরি অবস্থায় নিয়ে যাওয়া কোন পরিবেশ নেই। এলাকার জনগণ জানাই প্রশান্তের বাড়ি কালীচরণপুর গ্রামে সে এলাকার নেতাদের মাসোয়ারা দিয়ে চালিয়ে যাচ্ছে মাটি ব্যবসা সে নাকি ভূমি কর্মকর্তাদের ম্যানেজ করে সব কাজ করে। ইউনিয়ন পরিষদের নায়েবের সামনে দিয়ে এই সকল অবৈধভাবে মাটি উত্তোলনের কাজ করে যাচ্ছে, দেখে মনে হচ্ছে দেখার কেউ নাই,দিন দুপুরে কাজ করলে ঝিনাইদহ জেলার ভূমি কর্মকর্তারা ঝামেলা করতে পারে তাই রাতে আধারে চালিয়ে যাচ্ছে মাটি কাটার মহা উৎসব। এলাকার সাধারণ জনগণের কাছে জানতে চাইলে তার জানায় যে তার কাজে কোউ বাধাদিলে তাকে মারে ফেলার হমকি দেয়। সে কোন সাংবাদিক কে গুনতে চাই না বলে কোন সাংবাদিক গেলে ভোকু গাড়ি দিয়ে চাপা দিয়ে দিবে। এলাকার লোকজন অতিষ্ট হয়ে গেছে, এই মাটি ব্যবসায়িক প্রশান্তর উপর। এলাকার জনগণ এর সুষ্ঠু বিচার চাই। এই মাটি ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে অনুরোধে জানিয়েছে ইউনিয়ন বাসি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম