অর্থকরী ফসল চাষে অর্থ পুষ্টি দুই-ই আসে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিনব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধন করা হয়। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ২ আগষ্ট মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে কৃষি মেলা-২০২২ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. ফারুক আল মাসুদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মো. হুমায়ুন দিলদার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাসেম প্রমুখ।
উক্ত মেলায় বিভিন্ন প্রজাতির ১৫টি স্টল বসে। এতে ফলজ ও বনজ বৃক্ষ সহ নানা প্রজাতির কৃষি যন্ত্রপাতি সমবেত করা হয়। উক্ত মেলায় উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ছাত্র, কৃষক- কৃষাণী, সাংবাদিক সহ নানা বয়সের জনসাধারণ অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে চারা বিতরণ করা হয়। এ মেলার সমাপ্তি অনুষ্ঠান হবে আগামী বৃহস্পতিবার।
Leave a Reply