শেরপুরের ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ চারজন আহত হয়েছে। ঘটনাটি ঘটে ২৭ জুলাই বুধবার সকালে উপজেলার ধানশাইল ইউনিয়নের চাঁপা ঝোড়া গ্রামে।
আহতরা হলেন,ওই গ্রামের মোঃ আব্বাস আলী, তার পিতা শাহাজ উদ্দিন,জোসনা বেগমও আকলি বেগম। আহতদের ঝিনাইগাতী উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, আব্বাস আলীর সাথে তার প্রতিবেশী জুব্বারের মধ্যে জমি- জমা নিয়ে বেশ কিছু দিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকাল সাড়ে ৭ টার দিকে জুব্বার ও তার লোকজন অতর্কিতভাবে আব্বাস আলীর বাড়িতে প্রবেশ করে বাড়ির ঘির দা দিয়ে কেটে দেন। এ সময় আব্বাস আলী ও তার পরিবারের লোকজন বাঁধা দিতে গেলে জব্বারের লোকজন তাদেরকে আক্রমন করে।
এতে ওই চারজন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা সদর হাসপাতালে ভর্তি করে। এব্যাপারে আব্বাস আলীর মা আকলিমা বেগম বাদি হয়ে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া বলেন, একটি অভিযোগ পাওয়া গেছে । তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম