মোঃ শাকিল স্টাফ রিপোর্টার : ঝালকাঠি থানাধীন ১নং গাভারামচন্দ্রপুর এলাকায় মঙ্গলবার সকালে পূর্ব শত্রুতার জোর ধরে ৫ জন সন্ত্রাসী বাহিনীর একটি দল দেশীয় দাড়ালো অস্ত্র নিয়ে। মামুন নামে (২৭) কে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে যখম করে। এ সময় হাতের ও পায়ের রগ কেটে দেয়। তার ডাক চিৎকার শুনিয়া স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা গ্রুপ পালিয়ে যায়।এ বিষয়ে মামুনের মা বাদী হয়ে থানায় মামলা করেন। আসামীরা হলেন, ১। মোঃ আল আমিন হাওলাদার (৩২), পিড়। মোঃ হানিফ হাওলাদার ২। মোঃ সেন্টু হাওলাদার (২৫), পিতা-মোঃ শাহখ্যান হাওলাদার ৩। স্বতুন আমিন ৫৭। হানাদার (৩০), পিতা-মোঃ স্থানিয় হাওলাদার ৪। মোঃ হানিফ হাওলাদার (৫৫), পিতা-মৃত আলীম উদ্দিন ১০লাদার ৫। মোঃ হেলাল হাওলাদার (২৮), পিতা-নুর হাওলাদার, সর্ব সাং-রামচন্দ্রপুর, ৫নং ওয়ার্ড, থানা ও জো-ভালকাঠি সহ অল্লাত ৩/৪ জন। সাক্ষীদের নাম ও ঠিকানা: ১। মোঃ মামুন হাওলাদার (৩০) ২। মোঃ মার্চ। হাওলাদার (২৫) উভয় পিতা-আব্দুল আজিজ হাওলাদার, সাং-রামচন্দ্রপুর ৩। মোঃ নজরুল ইসলাম মাঝি (৫০), পিতা-মৃত বেলায়েত হোসেন, সাং রামচন্দ্রপুর ৪। মোঃ রিফাত (২০), পিতা-মৃত হক ডাকুয়া ৫। নোঃ করিন খান (৪৫), পিতা-মোঃ আকবর আলী। খান, সাং-উত্তর বারুকারি ৬। আঃ মানিক হাওলাদার (৪৫), পিতা-আমত্মার দাদী হাওলাদার, সাং-রামচন্দ্রপুর, থান ও জেলা-ঝালকাঠি সহ আরো অনেকে।
এলাকাবাসী অসুস্থ্য অবস্থায় উদ্ধার করে বানাড়ীপাড়া উপজেলা কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যর চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকে। কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এ বিষয় ঝালকাঠি থানা এস আই শফিকুর রহমান বলেন, এ বিষয়ে সাথে জড়িত থাকা তিন জনকে সাথে সাথ গ্রেফতার করা হয়েছে। পলাতক আছে ২ জন আসামী তাদের কে গ্রেফতারের অভিযান চলমান আছে।
Leave a Reply