জয়পুরহাট পাঁচবিবি পৌরসভা নির্বাচন দীর্ঘ ১১ বৎসর পরে ২০১১ সালে থেকে সীমানা জটিলতা মামলার কারনে নির্বাচন হয়নি,সকল মামলার অবসান ঘটিয়ে। আজ বুধবার সকাল আটটা থেকে এই পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ই,ভি,এম) পদ্ধতির মাধ্যমে, সকাল আটটা থেকে শুরু হয়েছে একটানা চলবে বিকেল চার টা প্রর্যন্ত।
দীর্ঘ ১১ বৎসর পরে এই পৌর নির্বাচন কে ঘিরে ভোটারদের মাঝে উৎসব আনন্দ বিরাজ করছে। ভোট যেহেতু ই,ভি,এম পদ্ধতিতে অল্প শিক্ষিত ভোটারা ভোগান্তিতে পড়ছে বলে জানা গিয়েছে।
পাঁচবিবি পৌরসভা নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২১ হাজার, মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী পাঁচ জন,বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত এক জন,সর্বমোট নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪৯ জন,ও তিনটি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১৭ জন প্রতিদ্বন্দ্বীতা করছে।
সকাল আটটায় পাঁচবিবি বালিঘাটা আলিম মাদ্রাসা ভোট কেন্দ্রে নারী পুরুষেরা পৃথক পৃথক লাইনে দাঁড়িয়ে আছে ভোট দেবার অপেক্ষায়। ভোটার ইসলাম বলেন আমার ভোট দিতে সময় লাগেনি, আমি আশা করতে পারিনি এতো সুন্দর ভাবে ভোট দিতে পারবো।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম