জয়পুরহাট জেলা আক্কেলপুর উপজেলা, আক্কেলপুর হাসপাতাল গেটে আজ রবিবার সকাল থেকে দুপুর প্রর্যন্ত প্রতিটি ঔষধের দোকানে অভিযান চালিয়ে ফিজিশিয়ান স্যাম্পল, ননরেজিস্টার্ড ভুক্ত ঔষধ সংরক্ষন এবং প্যারাসিটামল জাতীয় ঔষধের মূল্য হাত দিয়ে লিখে পরিবর্তন দায়ে ৬ টি ঔষধের দোকানে ৩৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ অভিযান পরিচালনা করেন জয়পুরহাটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আশিক রেজা, রিফাতুল ইসলাম এবং আক্কেলপুর উপজেলা নির্বাহি অফিসার এস এম হাবিবুল হাসান ও ঔষধ তত্ত্বাবধায়ক (ড্রাগ সুপার) মোকছেদুল আমিন ।
মোকছেদুল আমিন, (ড্রাগ সুপার)জানান, জয়পুরহাটে ঔষধের অনিয়ম রোধে প্রশাসনের সহায়তায় মোবাইল কোর্ট চলমান রয়েছে। জনস্বার্থে নকল ও ভেজাল ঔষধ নিরসনে জন্য মাঠ পর্যায়ে ফার্মেসিগুলো তে পরিদর্শন জোরদারের পাশাপাশি মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।
Leave a Reply