জয়পুরহাট জেলা সদর উপজেলা দোগাছী ইউনিয়নে তেতুলতলীতে ৩য় শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে দুই মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে জয়পুরহাট সদর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত দুই শিক্ষক হলেন, জয়পুরহাট সদর উপজেলার বুজরুক ভারুনিয়া দাখিল মাদ্রাসার কারি শিক্ষক রেজাউল করিম (৫৫) ও ইবেতেদায়ী মওলানা তহিদুল ইসলাম।
মামলার তথ্য মতে জানা গেছে, গত ২৩ আগস্ট জয়পুরহাট সদর থানার দোগাছী ইউনিয়নের বুজরুক ভারুনিয়া তেতুলতলী দাখিল মাদ্রাসায় প্রতিদিনের ন্যায় ওই ছাত্রী ক্লাস করতে মাদ্রাসা যায়। ক্লাসের সময় কারি শিক্ষক রেজাউল করিম অন্য ছাত্র /ছাত্রীদের চোখ আড়ালে ওই ছাত্রীকে ডেকে নিয়ে জড়িয়ে ধরে যৌন নিপীড়ন করে। পরে ইবেতেদায়ী মওলানা তহিদুল ইসলাম ও তার সাথে একই ঘটনা ঘটায়। এরপর ওই ছাত্রী বাড়ি এসে তার মাকে যৌন নিপীড়নে ঘটনা টি বলেন এদিকে অভিযোগ পেয়ে পুলিশ দুপুরে দুই জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। থানায় মামলা হলে তাদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম