নওগাঁ নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার
নওগাঁ নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘জোড় সালে নির্বাচন করলে আওয়ামী লীগ ক্ষমতায় যায়। আর বেজোড় সালে নির্বাচন করলে আওয়ামী লীগ হেরে যায়। অতীতের সব জোড় সালের নির্বাচনেই আওয়ামী লীগ বিজয়ী হয়েছে। সেই নীতি মেনে ২০২৩ নয়, নির্বাচন হবে ২০২৪ সালে।’
আজ শনিবার বিকেলে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শোক সভায় এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।
সাধন চন্দ্র মজুমদার বলেন, বর্তমান সরকারের আমলে সরকার সব শ্রেণি-পেশার মানুষকে সহযোগিতা করেছে। এই সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে, তার এক শতাংশও বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে হয়নি। তাই আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড। বিএনপি বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিভিন্নভাবে পুরস্কৃত করেছিল। শোকের মাসে খালেদা জিয়া ভুয়া জন্মদিন পালন করে শোকাহত মানুষের সঙ্গে তামাশা করেছেন।
শোকসভায় সভাপতিত্ব করেন ভাবিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবাইদুল হক। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আইউব হোসাইন মণ্ডল ও মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম বক্তব্য দেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম