বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য কান্তারা খান বলেছেন বাংলাদেশের রাজনীতির মাঠে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে যুব মহিলা লীগ সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ইনশাল্লাহ আগামী দিনেও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সারাদেশে যুব মহিলা লীগ তাদের সঞ্চারিত শক্তি নিয়ে মাঠে কাজ করবে।
তিনি আজ শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসভার সামনে স্থানীয় মহিলা যুবলীগের উদ্যোগে এক পথ সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ফরিদপুর জেলা মহিলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেরিনা আক্তারের নেতৃত্বে এই পথ সংবর্ধনার আয়োজন করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মহিলা যুবলীগের গবেষণা সম্পাদক ও গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান তানিয়া হোক শোভা, ফরিদপুর জেলা মহিলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেরিনা আক্তার, নগরকান্দা থানা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক, মৌসুমি আক্তার সুমি, ফেরদৌসি আক্তার, রাশিদা আক্তার,বিউটি আক্তার। এস্মত আরা, শিল্পী আক্তার প্রমুখ।
Leave a Reply