স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ইং উদযাপন করেছেন আলীকদম উপজেলা প্রশাসন।
উক্ত অনুষ্ঠানে আওয়ামী সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মেহেরুবা ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু দুংড়ি মং মার্মা সদস্য বান্দরবান জেলা পরিষদ। উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন, আলীকদম উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব জামাল উদ্দিন (এম.এ)। আলীকদম থানার অফিসার ইনচার্জ মোঃ নাছির উদ্দীন সরকার, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা সভার শুরুতে
বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদের প্রতি রুহের মাগফেরাত ও দোয়া কামনায় মুনাজাত পরিচলনা করা হয়েছে।
এই সময় উপস্থিত বক্তারা বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা করেন, বঙ্গবন্ধু ছিলেন স্বাধীনতার মহান নায়ক তিনি দেশের জন্য শহীদ হয়েছেন এবং তিনি না হলে বাংলাদেশ নামক এই দেশটি কখনো স্বাধীনত হতো না। তার আজকের শাহাদাত বার্ষিকীতে আমারা সকলে শোকাহত।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে বাংলাদেশ সেনাবাহিনীর একদল সদস্য সামরিক অভ্যুত্থান সংঘটিত করে এবং শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডি ৩২-এর বাসভবনে সপরিবারে হত্যা করে। পরে ১৫ আগস্ট ১৯৭৫ থেকে ৬ নভেম্বর ১৯৭৫ পর্যন্ত খন্দকার মোশতাক আহমেদ অঘোষিতভাবে বাংলাদেশের রাষ্ট্রপতির পদে আসীন হন।
শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের বেসামরিক প্রশাসনকেন্দ্রিক রাজনীতিতে প্রথমবারের মতো সামরিক ক্ষমতার প্রত্যক্ষ হস্তক্ষেপ ঘটে।
হত্যাকাণ্ডটি বাংলাদেশের আদর্শিক পটপরিবর্তন বলে বিবেচিত।
দীর্ঘ দুই ঘন্টা আলোচনা শেষে ১৩/০৮/২০২২ইং অনুষ্ঠিত ছাত্র-ছাত্রীদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠানের বিজয়ীদের পুরস্কার দেওয়ার মাধ্যমে কর্মসূচি অব্যাহত থাকে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম